মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: সারা ভারত ফরওয়ার্ড ব্লক উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মঙ্গলবার। মিছিলটি ছিল আর.জি. কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের হত্যার প্রতিবাদ এবং সেই সাথে ১৪ই আগস্ট মাধরাতে একই হাসপাতালে ঘটে যাওয়া হামলার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে।
মিছিলটি করণদিঘী বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এবং করণদিঘী হাই স্কুল পর্যন্ত পৌঁছে। এরপর করণদিঘী ব্লকের মাধ্যমে আবার বাসস্ট্যান্ডে ফিরে আসে। পুরো পথজুড়ে মিছিলকারীরা ‘নারীর নিরাপত্তা চাই’ এবং ‘হামলাকারীদের কঠোর শাস্তি চাই’ বলে শ্লোগান দেন। জনসাধারণের সমর্থনে মিছিলটি ক্রমশ আরও শক্তিশালী হয়ে ওঠে, যা মিছিলের উদ্দেশ্যকে পূর্ণতা দেয়।
মিছিলের শেষে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোকুল রায় এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, “এ ধরনের হামলা এবং নারী চিকিৎসকদের হত্যার ঘটনা সমাজের অগ্রগতির পথে বড় অন্তরায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠোর শাস্তি দাবী করি। নারী নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক।”
গোকুল রায় আরও বলেন, “কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবের কারণে দোষীরা যেন ছাড়া না পায়, সেই বিষয়েও প্রশাসনের উপর দৃষ্টি রাখছি। আমরা আশা করি, প্রশাসন দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেবে।”
এই মিছিলের মাধ্যমে সারা ভারত ফরওয়ার্ড ব্লক স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা নারীর নিরাপত্তা নিয়ে কোনোরকম আপস করতে প্রস্তুত নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct