নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: রাজ্য হজ কমিটির পক্ষ থেকে হজ নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার বসিরহাট পৌরসভার অন্তর্গত টাউনহলে। এই হজ সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির আধিকারিক জনাব আলহাজ্ব আইয়ুব আলী,জেলা সংখ্যালঘু দপ্তরের দিপা ভট্টাচার্য , বসিরহাট মহকুমা শাসক থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর চিত্তজিৎ বসু, ছিলেন ডিস্ট্রিক্ট ইমাম কো-অর্ডিনেটর আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান, বসিরহাট মহকুমা শাসকের এডুকেশন সুপারভাইজার এমডি আলী আসওয়াদ গাজী সহ একাধিক বিশিষ্ট জনেরা। এদিন এই হজ সচেতন শিবিরে মূলত আলোচনা হয় কিভাবে মানুষ হজ নিয়ে ফরম ফিলাপ করবে, কোথায় টাকা জমা দেবে, সমস্ত দিক নিদর্শন দেওয়া হয় এই সচেতনতা শিবির থেকে। বিশেষ করে হজে যারা এবার যাবেন তাদেরকে কি কি নির্দেশিকা মানতে হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেগুলো বলে দেওয়া হয়। রাজ্য হজ কমিটির আধিকারিক আইয়ুব আলী বলেন, আজকে বসিরহাট টাউনহলে বসিরহাট মহাকুমা শাসকের উদ্যোগে রাজ্য হজ কমিটির পক্ষ থেকে এই বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মূলত হজযাত্রীরা যারা এবার যাবেন হবে তাদের জন্যই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং হজে যেতে যে যে প্রক্রিয়াগুলো সম্মুখীন হতে হয় সেগুলো নিয়েই মানুষকে বোঝানো হয়েছে। রাজ্য হজ কমিটির তরফ থেকে বিভিন্ন জেলায় হজের জন্য কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct