সুব্রত রায়, কলকাতা, আপনজন: মঙ্গলবার নবান্ন অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে রাজ্য পুলিশের মোট ১২ জন পুলিশ কর্মী আহত হন।মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণ বঙ্গ) সুপ্রতিম সরকার এবং এডিজি (আইন শৃঙ্খলা )মনোজ ভার্মা সাংবাদিক সম্মেলন করে জানান, আগাম পুলিশের কাছে খবর ছিল নবান্ন অভিযানকে কেন্দ্র করে মানুষের যাতে মৃত্যু হয় সেই চেষ্টা চালানো হবে। কিন্তু ১২ জন পুলিশ কর্মী আহত হলেও গোটা পুলিশ ফোর্স চক্রান্তকারীদের ফাঁদে পা দেয় নি। পুলিশ সংযত ছিল। ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া এলাকা থেকে। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আন্দোলনের নামে তাতে কোনো ছাত্র সমাজ বা ছাত্র-ছাত্রীরা এই ধরনের তাণ্ডব করতে পারে না। দেড় ঘন্টা ধরে তান্ডব চালানো হয়েছে পুলিশকে আক্রমণ করা হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এই মিছিলে অস্ত্র, বোমা,গুলি নিয়ে আসার পরিকল্পনা ছিল। সোমবার রাত থেকে দফায় দফায় যদি পুলিশ ২৫ জনকে আগাম গ্রেফতার না করত, তাহলে মঙ্গলবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে আরো ভয়ংকর হত। মানুষের প্রাণহানি ঘটতে পারতো। বুধবার একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বনধ ডাকা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে সুপ্রতিম সরকার বলেন, মুম্বাই হাইকোর্টের এই বনধ নিয়ে নির্দিষ্ট অর্ডার আছে যে, এই ধরনের বনধ পুরোটাই বেআইনি। এদিকে,পুলিশ বাড়ির ছাদ থেকে ইট মেরেছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের।মঙ্গলবারের নবান্ন অভিযানে জল কামান কাঁদানে গ্যাস ছাড়াও বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে পুলিশ, এমনটাই অভিযোগ করলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন, শান্ত আন্দোলনের উপর পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। পুলিশ বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে আন্দোলনকারীদের ওপরে। ২৪-২৬ জন আহত হয়েছে। আন্দোলনকারীরা কাউকে আক্রমণ করে নি। আমরাই আহত হয়েছি। আমরা কোনোভাবেই আন্দোলন বন্ধ করছি না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct