সমীর দাস, কলকাতা, আপনজন: রাজ্য প্রশাসন নিয়ে বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে থাকনে। তবে নবান্ন অভিযান নিয়ে তার পরিবর্তে সরকারের হয়ে সাংবাদিক সম্মেলন করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধ। যদিও আলাপনের নির্দেশ, সরকারি কর্মীদের আগামিকাল অফিসে আসতেই হবে। হঠাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই বাইটে চিন্তিত সকলেই। কেন মুখ্যমন্ত্রী আর জি কর ঘটনার পর থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের সময় পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বুধবার বিজেপি ১২ ঘন্টার বাংলা বনধ ডাকে। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, সরকার এই বনধ প্রতিহত করবেই। সরকার এই বন্ধ মানবে না। আগামিকাল সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে বলেই ঘোষণা আলাপনের। তাঁর কথায়, “সরকার নিরাপত্তা, আইনানুগ ব্যবস্থা করবে। ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে।” তিনি বলেন, সরকারি কর্মীদের আগামিকাল অফিসে আসতেই হবে। দোকানপাটো থাকবে খোলা। তিনি বলেন, আর জি কর ঘটনায় সরকার তথা মুখ্যমন্ত্রী খুবই সহমর্মী। কিন্তু তাই বলে এমন আরাজকটা সরকার মানবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct