মারুফা খাতুন, কলকাতা, আপনজন: রংয়ের ছোঁয়ায় রঙিন থাকলো বাঙালির চিরকালীন আবেগ লাল সবুজ পতাকাধারী মোহনবাগান। বাঙালি বরাবর ক্রীড়া প্রেমী জাতি, তার ওপরে যদি ফুটবল হয় তাহলে তো কোনো কথাই হবে না।
এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি বাঙালি এখন খুশির আবেগে ভাসছে। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাঙালি সহ প্রতিটা দর্শক এক অসাধারণ ম্যাচের সাক্ষী থাকলো। কারণ ২০২৪ এর ডুরান্ড কাপের সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে বেঙ্গালুরু এফসি-কে ৪-৩ গোলে পরাজিত করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। যেহেতু নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ স্কোরে ড্র হয়, তাই নিয়মবশত খেলার সিদ্ধান্ত গ্রহণের জন্য পেনাল্টিতে যেতে বাধ্য হয়। বেঙ্গালুরু এফসির হালিচরণ নার্জারীর যে প্রচেষ্টা ছিল তা কিন্তু মোহনবাগানের ভিসান কাইথের যে অনবদ্য প্রচেষ্টা তার কাছে হার মানতে বাধ্য হয়। তবে এই পেনাল্টি কিন্তু ছিল বেশ উত্তেজনা পূর্ণ। কারণ তারপরেই মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট এর শর্ট কিন্তু অপরদিকে থাকা গুরপ্রীত সিং সান্ধুর দ্বারা রক্ষা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আলেকজান্দার যোভানোভিক এর শটকে আটকানোর জন্য কাইথ কিন্তু আবারো মাঠে নেমে নিজেকে প্রমাণ করে নিজের দলকে জয় এনে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct