এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে পশ্চিমবঙ্গে ওবিসি বাতিলের বিরুদ্ধে মামলার শুনানি ছিল। এই মামলায় প্রয়োজনীয় অারও তথ্য জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চাইলেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বাল। সিনিয়র আইনজীবী সিব্বাল এদিন রাজ্য সরকারের পক্ষে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চকে বলেন, এই মামলায় প্রচুর মামলাকারী রয়েছে। অন্য পক্ষ এই নিয়ে একগুচ্ছ নথিও জমা দিয়েছে। তাই জবাব দেওয়ার জন্য রাজ্যের আরও কিছুটা সময় প্রয়োজন। কপিল সিব্বাল বলেন, ‘তাদের প্রতিক্রিয়া জানাতে আমার সময় দরকার।’ রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আমরা বিষয়টি আগামী সোমবার তালিকাভুক্ত করব।
উল্লেখ্য, ২০ আগস্ট, রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার আবেদনের জরুরি শুনানির জন্য অনুরোধ করেছিল সুপ্রিম কোর্টকে। এরপর ২৭ আগস্ট মামলাটি তালিকাভুক্ত করার নির্দেশ দেয় বেঞ্চ। তবে ২৭শে আগস্ট অর্থাৎ মঙ্গলবারও নিষ্পত্তি হল না। রাজ্য সরকার হাইকোর্টে পরাজিত হলেও, ওবিসি মামলাটি সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ জারির আশার ক্ষেত্রে প্রবীণ ও দুঁদে আইনজীবী কপিল সিব্বালের তৎপরতা যথেষ্ট ইঙ্গিত বহন করছে বলে মনে করছে বিভিন্ন মহল।
এ দিন ওবিসি সার্টিফিকেট মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল ও ইন্দ্রা জয় সিং সহ জয়েন্ট ফোরামের পক্ষ থেকে সাধন পারাশর ও পবন ধাওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য এসএলপি দাখিলকারীদের আইনজীবীরা উপস্থিত ছিলেন । অন্যদিকে, সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে উপস্থিত থাকার জন্য জয়েন্ট ফোরামের পক্ষ থেকে পাশারুল আলম, ড. মানাজাত আলী বিশ্বাস ও আলমগীর সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct