নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: রবিবার অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চেরিটেবিল ট্রাষ্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল তমলুকে।
এদিনের বৈঠকে সংগঠনের বহুমুখী কাজকর্মের অগ্ৰগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইমাম মুয়াজ্জিনদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার জ্ঞানী গুণী ও বুদ্ধিজীবীদের নিয়ে তমলুকে ইমাম মুয়াজ্জিনদের জেলা সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লাহ খান, বিশিষ্ট সাংবাদিক মোক্তাতার হোসেন মন্ডল, জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সভাপতি তথা জেলার জেলা ইমাম মাওলানা শাহাদাত হোসেন, হাফেজ আক্তার হোসেন সহ জেলার সমস্ত ব্লকের ইমাম মুয়াজ্জিন সংগঠনের দায়িত্বশীলগণ। দোষীদের মুখোশ খুলে দেয়া হোক । মগরাহাটের যুবসমাজ এর বিচার চাই ,বিচার চাই, পাশাপাশি নারীদের নিরাপত্তার সুনিশ্চিত করতে হবে, নারীদের স্বাধীনতা দিতে হবে বলে কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct