সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: ক্যারাটে প্রতিযোগিতায় পদক জয়ীদের সংবর্ধনা প্রদান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে। সুন্দিয়া সরলা মতিলাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস হলে সংর্বধনা অনুষ্ঠান টি হয়। রেড ড্রাগন সিতো রিও ক্যারাটে ডু একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবারের (২৫ আগস্ট ২০২৪) সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ প্রতিযোগিতার পদকজয়ীরা। প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। জুলাই মাসে অনুষ্ঠিত প্রতিযোগিতার পদকজয়ীরা রেড ড্রাগন সিতো রিও ক্যারাটে ডু একাডেমির শিক্ষার্থী। হানসি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। ৮ জন পদকজয়ীদের মধ্যে এদিন সংবর্ধিত হন স্বর্ণপদক জয়ী ঋতু পাত্র। সংবর্ধিত হন রৌপ্যপদক জয়ী তিথি গায়েন ও জয় দাস। সংবর্ধিত হন ব্রোঞ্জপদক জয়ী শুভম বিশ্বাস, সমৃদ্ধ মন্ডল, মৌসুমী চক্রবর্তী, তিথি নস্কর, কিংশুক দাসগুপ্ত।
এদিন সংবর্ধনা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের বেল্ট প্রদান করা হয়। ১৭ জন শিক্ষার্থী বেল্ট প্রাপ্ত হন। এদিন “ইয়েলো বেল্ট” পান রাজকুমার রুইদাস ও জান্নাতুন পারভীন। তিথি নস্কর পান “গ্রিন বেল্ট”। “ওরেঞ্জ বেল্ট” প্রাপ্ত হন সমৃদ্ধ মন্ডল, শুভম বিশ্বাস, ঋতু পাত্র, মৌসুমী চক্রবর্তী, সৌমিত্র সেন ও কিংশুক দাসগুপ্ত।
তিথি গায়েন পান “ব্লু বেল্ট”। “পারপেল বেল্ট” পান রাজেশ গায়েন, ঐশী আফসানা, জয় দাস, সাইনাজ পারভীন, ওমর ফারুক মোল্লা ও সুমনা নস্কর। “পারপেল স্ট্রাইপ” পান সারিকা সুলতানা।
এদিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের সংবর্ধনা ও বেল্ট প্রদান করেন এ্যাকাদেমি সভাপতি সেনসাই গোবিন্দ গায়েন, এ্যাডমিনিষ্ট্রেটিভ সম্পাদক সেনসাই সুমন গায়েন, ক্যারাটে পরীক্ষক শিহানদাই পরমেশ নস্কর ও সেনসাই নেতাই মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct