বিশেষ প্রতিবেদক, কলকাতা, আপনজন: সাপ্তাহিক নতুন গতি পত্রিকা আয়োজিত ঈদ সংখ্যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস অডিটোরিয়ামে। চিরাচরিত প্রথা নিয়ম অনুযায়ী সভা শুরু হয় পবিত্র কোরআন পাঠ দিয়ে। এই মহতী অনুষ্ঠানে কবি সানজিদা খাতুন কে সংবর্ধিত করা হয় নতুন গতির পক্ষ হতে ।প্রারম্ভিক ভাষণ দেন ড, রমজান আলী। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ড,মইনুল হাসান। নতুন গতির ঈদ সংখ্যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ড, মীরাতুন নাহার,এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রাবন্ধিক ইসহাক মাদানী, ড, কুমারেশ চক্রবর্তী, অধ্যাপক ড,সিরাজুল ইসলাম, ড, সাইফুল্লাহ,বিশিষ্ট সমাজসেবী শেখ আলতাফ উদ্দিন সরকার, কেজিএন মার্বেল গ্রুপের কর্ণধার আলহাজ্ব শেখ সিরাজুল হক, সাহিত্যিক আব্দুর রউফ, শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুর রশিদ, শিক্ষাবিদ ড, সে কামাল উদ্দিন, শিক্ষাবিদ খাদেমুল ইসলাম ড, সুরঞ্জন মিদ্দে ড, কুতুব উদ্দিন বিশ্বাস, শিক্ষাব্রতী সাহিদ আকবর, কবি কেতকী মির্জা,সহ বিভিন্ন জেলা থেকে আসা কবি সাহিত্যিক শিক্ষাবিদ্ সমাজসেবী সহ বিশিষ্টজনেরা। বক্তব্যে মন্ত্রী বাবুল সুপ্রিয় নতুন গতির বৃহৎ আকারের ঈদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এসে অভিভূত ।নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূরের ভূয়শী প্রশংসা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
ড, মিরাতুন নাহার নতুন গতি পত্রিকা বিভিন্ন সংখ্যা প্রকাশ করে নিরলস ভাবে কাজ করে চলেছে। নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চায় আগিয়ে আহ্বান জানান। নতুন কবি সাহিত্যিকদের জায়গা করে দিয়েছে নতুন গতি। সাহিত্য সংস্কৃতি চর্চার অপর নাম নতুন গতি জানালেন ড, মইনুল হাসান। সম্পাদক এমদাদুল হক নূর বলেন আপনাদের ভালবাসা আন্তরিক সাহায্য সহযোগিতা ছাড়া সর্বোপরি শিক্ষা দরদী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের অবদানের কথা তিনি তুলে ধরেন। এদিন গ্রন্থ প্রকাশ হয় ‘সংগ্রামী নায়ক নায়ক নিরব সমাজসেবক আফতাব উদ্দিন সরকার’লিখেছেন কুতুব আহমেদ। নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর ও সহ-সম্পাদক মনিরা খাতুন বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কবি সাহিত্যিক সাহিত্য সংস্কৃতি চর্চার টানে হয়েছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুজতবা আল মামুন, আসাদুল ইসলাম রফিক উদ্দিন মন্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct