আপনজন ডেস্ক: মালিতে ড্রোন হামলার ঘটনায় শিশুসহ অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, আলজেরিয়ার কাছে অবস্থিত টিনজাউতেনে শহরে হামলার ঘটনায় মালির জান্তা বাহিনী এবং রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার বাহিনীকে দোষারোপ করছে বিচ্ছিন্নতাবাদীরা। তাদের দাবি, এই হামলায় ১১ শিশুসহ ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
জুলাইয়ের শেষের দিকে ওই শহরে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটে। সে সময় তুয়ারেগ নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছিল যে, মালির সেনাবাহিনী এবং ওয়াগনারের পরাজয় ঘটেছে।
বিচ্ছিন্নতাবাদী মুখপাত্র মোহাম্মদ এলমাউলউদ রামাদানে বলেছেন, রোববার প্রথমে একটি ফার্মেসি লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপরেই আরও কয়েকবার হামলার ঘটনা ঘটে। সে সময় একসঙ্গে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
স্থানীয় এক রাজনীতিবিদ সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, হামলার ঘটনায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে স্থানীয় এক এনজিও কর্মকর্তা জানিয়েছেন, রোববার ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং একজন অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তাও এএফপিকে জানিয়েছেন যে, অন্তত ২০ জন নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct