আপনজন ডেস্ক: ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে প্রাণ হারিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভানস। এতে আহত হয়েছেন আরো দুই সাংবাদিক। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শনিবার (২৪ আগস্ট) ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরের হোটেল স্যাফায়ারে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভানস নিহত হয়েছেন। হোটেলে রয়টার্সের ছয়জনের একটি দলের সঙ্গে অবস্থান করছিলেন নিরাপত্তা উপদেষ্টা। ৩৮ বছর বয়সী রায়ান এক সময় ব্রিটিশ সেনা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ২০২২ সাল থেকে তিনি ইউক্রেনে কর্মরত ছিলেন। রয়টার্স বলেছে, ‘আমরা জরুরিভাবে ক্রামাতোরস্ক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করাসহ হামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি।’
এদিকে ইউক্রেনীয় প্রশাসন দাবি করেছে, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। দেশটির ভূখণ্ডে গণমাধ্যমকর্মীর মৃত্যুতে শোকও জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি দাবি করেছেন, হোটেলটিতে রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যা ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরত্বে আঘাত হানতে সক্ষম। তবে জেলেনস্কির এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া হোটেলটিতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়া ছুড়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct