আপনজন ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ধর্ষণ হত্যা মামলার প্রতিবাদে ছাত্রদের মঙ্গলবারের ‘নবান্ন অভিযান’ -এর পরিপ্রেক্ষিতে কলকাতার বিভিন্ন মোড়ে, বিশেষত সংলগ্ন হাওড়া জেলার সংযোগকারী পয়েন্টগুলিতে মোট ৪,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। হাওড়া জেলার মন্দিরতলায় অবস্থিত নবান্ন ও তার আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করতে ৯৭ জন সিনিয়র অফিসারের তত্ত্বাবধানে ২,০০০ পুলিশ কর্মীকে এই দায়িত্ব দেওয়া হবে। কোনও রাজনৈতিক দলের ব্যানার না নিয়ে সকলকে প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের পড়ুয়ারা। তাদের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলির মধ্যে বিজেপি সমর্থনের কথা জানালেও অন্য দলগুলি সমর্থন থেকে দূরে রয়েছে। বিশেষ করে এদিন ইউজিসি নেট পরীক্ষা থাকায় আর বিজেপি সমর্থন জানানোয় কংগ্রেস, সিপিএম দূরত্ব অবলম্বন করেছে।
ছাত্র সমাজ জানিয়েছে, মঙ্গলবারের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে ইচ্ছুকরা মধ্য কলকাতার কলেজ স্কোয়ারে জমায়েত হবেন এবং সেখান থেকে প্রতিবাদীরা রাজ্য সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন। কলকাতা পুলিশ সূত্রে খবর, মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি রুখতে মঙ্গলবার সিটি পুলিশ ও হাওড়া পুলিশ কমিশনারেটের কর্মীরা ছাড়াও কমিশনারেট ও জেলা পুলিশের অন্যান্য ইউনিটের কর্মীদেরও মোতায়েন করা হবে। গোয়েন্দাদের কাছে তথ্য অনুযায়ী বিভিন্ন জেলা থেকে মানুষ এই অভিযানে শামিল হতে পারে।
তাই এই প্রতিবাদ মিছিল যাতে কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু এবং হাওড়া সেতু পেরিয়ে গঙ্গার অপর প্রান্তে পৌঁছতে না পারে তার জন্য সোমবার বিকেল থেকেই প্রস্তুতি নিতে শুরু করে কলকাতা পুলিশ। সোমবার সন্ধ্যের পর থেকেই নবান্নকে ঘিরে ফেলা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী দিয়ে। সারারাত জোরদার নজরদারি রাখতে অতিরিক্ত জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে নবান্নের চারপাশে। নবান্ন ও তার পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার সকাল থেকে সব দোকান পাট বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে যানবাহন চলাচলের ক্ষেত্রেও প্রয়োজন বোধে গতিরোধ করা হবে অথবা নজরদারি জোরদার করা হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে নবান্ন অভিযান উপলক্ষে রাজ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রায় ১৫ হাজার পুলিশ মঙ্গলবার সকাল থেকে রাস্তায় নামছে। এছাড়া ইএফআর ও ব়্যাফ বাহিনী থাকছে। প্রস্তুত থাকছে কলকাতা পুলিশের চারটি জল কামান ও একাধিক কাঁদানে গ্যাসের সেল ছোড়া ‘বজ্র’ ভ্যান। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ ভার্মা জানান নবান্ন অভিযানের জন্য কোন সংগঠন পুলিশের কাছে কোনো রকম অনুমতি নেননি। ফলে মঙ্গলবার নবান্ন অভিযান যেটি হবে সেটি বেআইনি। সতর্ক রয়েছে পুলিশ। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct