এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: অবশেষে প্রাথমিক পর্ষদের সংশোধিত অ্যাডহক কমিটি প্রকাশ করতে চলেছে, যেখানে থাকছে কমপক্ষে একজন সংখ্যালঘু প্রতিনিধি। উল্লেখ্য.
গত ২২ শে আগস্ট প্রকাশিত প্রাইমারি বোর্ডের নবগঠিত ১২ জনের অ্যাডহক কমিটিতে রাখা হয়নি কোনো সংখ্যালঘু প্রতিনিধিকে। এ নিয়ে সরব হয়েছিল বিভিন্ন সংখ্যালঘু মহল। এমনকী শাসক থেকে বিরোধী উভয় শিবিরের সংখ্যালঘু জনপ্রতিনিধিরাও। প্রশ্ন ওঠে, রাজ্যে জনসংখ্যার এক তৃতীয়াংশ সংখ্যালঘু সম্প্রদায় হলেও তাদেরকে কেন ব্রাত্য করে তোলা হল।
উল্লেখ্য, দৈনিক ‘আপনজন’-এ গত ২৩ শে আগস্ট এ বিষয়ে প্রথম খবর প্রকাশিত হয় এবং ২৪ আগস্ট রাজ্যের সংখ্যালঘু মহলের বিদ্বজ্জনদের প্রতিক্রিয়া প্রকাশিত হয়। এরপরই নড়ে চড়ে বসে শিক্ষা দফতর থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. গৌতম পাল ‘আপনজন’ প্রতিনিধিকে বলেন, ‘এই কমিটি আমি তৈরি করি না, এটা তৈরি করে স্কুল শিক্ষা দফতর। বিষয়টি আমি জানিয়েছি, সম্ভবত সংশোধনী একটি কমিটি পুনরায় প্রকাশিত হবে।’ কবে নাগাদ ওই নতুন সংশোধনী কমিটি বের হবে সে সম্পর্কে প্রশ্ন করা হলে গৌতম পাল বলেন, ‘আমার সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা হয়েছে। বিষয়টি আমি বলেছি। শীঘ্রই সংশোধনী কমিটির তালিকা বের হবে।’ প্রাথমিক শিক্ষা বোর্ডের অ্যাডহক কমিটির সঙ্গে নিয়োগ কমিটির পার্থক্য উল্লেখ করে গৌতম বাবু বলেন, ‘নিয়োগ কমিটিতে সংখ্যালঘু, এসসি, এসটি, ওবিসি, বিশেষ চাহিদা সম্পন্ন সমস্ত প্রতিনিধিরাই থাকেন। ওটা আমি করি। নিয়ম মেনেই করা হয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাডহক কমিটিতে সংখ্যালঘু প্রতিনিধি রাখাটা উচিত ছিল।’ অ্যাডহক কমিটির কাজ সম্পর্কে জানতে চাওয়া হলে পর্ষদের সভাপতি ড. গৌতম পাল জানান, ‘অ্যাডহক কমিটি হল পলিসি মেকিং কমিটি। তিন মাস অন্তর এই কমিটির মিটিং হয়, সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই কমিটির একটি ভূমিকা থাকে।’ তবে নবান্ন সূত্রে খবর, প্রকাশ হতে চলা প্রাইমারি শিক্ষা বোর্ডের সংশোধিত অ্যাডহক কমিটিতে সংখ্যালঘু প্রতিনিধি জায়গা পেতে চলেছেন। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে খুব শীঘ্রই এই নতুন কমিটির তালিকা সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২২ শে আগস্ট নয়া কমিটির প্রকাশের পর ‘প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল’-এর পক্ষ থেকে প্রথম প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোনাজাত আলী বিশ্বাস প্রাথমিক শিক্ষা বোর্ডের অ্যাডহক কমিটিতে সংখ্যালঘুদের প্রতিনিধি চেয়ে কমিটি সংশোধনের জন্য সরকারের কাছে পুনঃবিবেচনার আবেদন জানান। অন্যান্য মুসলিম সংগঠনের তরফ থেকেও প্রাথমিক পর্ষদের অ্যাডহক কমিটিতে কমপক্ষে একজন সংখ্যালঘু প্রতিনিধি রাখার দাবি তোলা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct