নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: মধ্য কলকাতার কুমেদান বাগান লেনের আব্দুল ফাতাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘মুসলিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিটস’। সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে আয়েজিত এই সেমিনারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব পোর্টালগুলো নিউজ গুলো ইনফরমেশন গুলো মানুষ পাচ্ছেন ইলেকট্রল মিডিয়ার থেকে তার অনেক সত্যতা কতটা তা নিয়ে আলোচনা হয়। এদিনের সেমিনারে সোশ্যাল মিডিয়া প্রকাশিত সংবাদের প্রভাব বিশেষত মুসলিম সমাজে পড়ে সে সম্পর্কে অনেকে মত প্রকাশ করেন। আলোচকরা বলেন, শুধু সমাজের ভাল চিত্র তুলে ধরলে চরবে না সমাজের অবক্ষয় ও খারাপ দিকের কথাও তুলে ধরা উচিত। এদিনের সেমিনারে প্রধান অতিথি হিসেব উপস্থিতি ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রিয়াজ। বিমিষ্ট অতিথি হিসেব ছিলেন মীযান পত্রিকার সম্পাদক ডা. মসিহুর রহমান প্রমুখ। মুহাম্মদ রিয়াজ নিউজ পোর্টাল সহ অনলাইন সাংবাদিকতা নিয়ে নানা কথা বলেন। বিশেষ করে অনুসন্ধিৎসু সাংবাদিকতার ব্যাপারে তিনি উৎসাহিত করেন। তিনি নিউজ পোর্টালে সাংবাদিকতা বিষয়ে সাংবাদিকদের যেসব বিষয়ে নজর দেওয়া দরকার সে বিষয়ে আলোকপাত করেন। এদিন উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আজিম, সেখ হাসিবুর রহমান, সেখ আমজেদ আলী, সেখ সালমান, সলিডারিটি ইয়ুথ মুভমেন্টএর রাজ্য সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক সেখ আরিফুল রহমান, সেখ মোকাদ্দেরুল হক প্রমুখ। এদিন বিভিন্ন নিউজ পোর্টালের কর্ণধারদের সম্মানিত করা হয় মোমেন্টো প্রদানের মাধ্যমে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct