মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার গোপালপুর এমএসকে স্কুল প্রাঙ্গণে রবিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল বের হয়ে গোপালপুর এলাকা জুড়ে মিছিল চলে। এই মিছিলের আয়োজন করেন সিপিআইএম-এর ছাত্র শাখা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং মহিলা সমিতি। আরজিকর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মিছিলের আয়োজন করা হয়।
তাদের প্রধান দাবি ছিল দোষীদের দ্রুত শাস্তি প্রদান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। সিপিআইএম মহিলা সংগঠনের নেত্রী রমা সরকার বলেন, “আরজিকর কান্ড রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার আরও একটি জ্বলন্ত উদাহরণ। আমরা এমন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
সি.পি.আই.এম ছাত্র নেতা মোহাম্মদ নূর আলাম বলেন, “যে ঘটনা আরজিকর মেডিক্যাল কলেজে ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমরা ছাত্রসমাজ এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন সি.পি.আই.এম এর বরিষ্ঠ নেতা মোহাম্মদ ইলিয়াস, মাইনুল হক, মোহাম্মদ আয়েশ, তন্ময় দাস, রফিকুল ইসলাম সহ আরো অনেকে। তাঁদের মতে, এই বিক্ষোভ শুধু আরজিকর কান্ডের প্রতিবাদ নয়, এটি রাজ্যের বর্তমান শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
এই বিক্ষোভ মিছিল প্রমাণ করে যে, জনগণ আর নীরব থাকতে চায় না। ন্যায়ের জন্য তাদের এই আন্দোলন চলতেই থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct