আজিজুর রহমান, গলসি, আপনজন: এলাকার কেবল অপারেটরদের নিয়ে আলোচনা সভা করলো গলসি পুলিশ। যেখানে যোগ দেন গলসির বিভিন্ন গ্রামের কেবল অপারেটররা। জানতে পারা গেছে, এলাকার বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাগুলিকে ক্যামেরা বন্দি করতে উদ্দ্যোগ নিয়েছে গলসি পুলিশ। তাই সমগ্র বিষয়টি নিয়ে এদিন একটি আলোচনা সভা করেন গলসি ওসি অরুন কুমার সোম। সভা মঞ্চে তিনি বলেন, এলাকার গ্রামের গুরুত্বপূর্ন স্থানগুলি ক্যামেরা বন্দি হলে এলাকায় অসামাজিক কাজকর্ম অনেকটা বন্ধ হবে। ফলে এলাকায় অপরাধের হার কমবে। তাতে এলাকার মানুষের লাভ হবে। পুলিশের ওই কাজের প্রশংসা করেন কেবল অপারেটর অরবিন্দ মিত্র ও তারক চন্দ্র অধিকারী সহ অনেকেই। তারা বলেন, এমন উদ্দ্যোগ এলাকার মানুষের খুবই উপকারে লাগবে। এমন ভাবনার জন্য ওসি সাহেবকে ধন্যবাদ জানান তারা। এদিনের সভাকক্ষে জেলা পুলিশের সাইবার ক্রাইম বিষয়ক বিভিন্ন উদ্দ্যোগ তুলে ধরে সচেতনতা বার্তা দেওয়া হয়। ছেলেধরা সংক্রান্ত বিভিন্ন গুজবে কান না দেওয়ার পাশাপাশি যে কোন বিষয়ে পুলিশ প্রসাশনের সাহায্য নেওয়ার বার্তা দেওয়া হয়। আইন নিজের হাতে না তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct