সুভাষ চন্দ্র দাশ, গোসাবা, আপনজন: আবারও নদী বাঁধে ধস। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দীর্ঘ বৃষ্টিপাতের জেরে গোটা সুন্দরবন জুড়ে দুর্বল হয়েছে নদী বাঁধ।এবার ধস নামতে শুরু করেছে। কোথাও নোনো জলে এলাকা প্লাবিত হয়েছে আবার কোথাও নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। গত ২৩ আগষ্ট গোসাবা ব্লকের কুমিরমারি অঞ্চলে নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকা নোনা ঢুকে জলে প্লাবিত হওয়ার জের কাটতে না কাটতে আবারও নদীবাঁধে ধস নামলো।শনিবার রাতে গোসাবা ব্লকের কুমিরমারি অঞ্চলের পাশের দ্বীপ সাতজেলিয়া অঞ্চলের সুকুমারী গ্রাম সংলগ্ন গোমস নদীর বাঁধের প্রায় ৭০ ফুটের মতো এলাকায় ধস নামে। আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।তারা নিজেদের উদ্যোগে যুদ্ধকালিন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করে।পরে ব্লক প্রশাসনের লোকজন ঘটনাস্থলে হাজীর হয়ে বাঁধ মেরামতির কাজে হাত দেয়। সাধারণ মানুষের অভিযোগ নদী বাঁধ মজবুত করার জন্য ব্লক প্রশাসনকে বার বার বলেও কোন কাজ হয়নি।যার ফলে প্রতিনিয়ত নদী বাঁধে ভাঙন দেখা দিচ্ছে। আতঙ্কের মধ্যদিয়ে দিন কাটাতে হচ্ছে। যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করে ব্লক প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, ‘কোথাও যাতে কোন ভাবে নদীবাঁধ না ভাঙে তারজন্য ব্লক প্রশাসন নজরদারী শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct