আপনজন ডেস্ক: আসন্ন ২০২৫ আইপিএল সিজনে দর্শকের জন্য রয়েছে এক বড় চমক। সম্পূর্ণ ভিন্ন ক্ষমতায় ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ফিরে আসতে পারেন। ইতিমধ্যেই তিনি তার পুরনো দল দিল্লি ক্যাপিটালসের সাথে কোচিংয়ে আত্মপ্রকাশ ও গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার জন্য আলোচনা শুরু করে দিয়েছেন। সূত্রের খবর দিল্লি ফ্রাঞ্চাইজির তরফ থেকেই যোগাযোগ ও আলোচনা এগিয়ে গিয়েছে। ২০২৪এর আইপিএল-এ ডিসির প্লে অফ এ উঠতে না পারার ব্যর্থতার কারণে গত মাসেই ফ্রাঞ্চাইজির তরফ থেকে পন্টিং এর সাথে বিচ্ছেদ ঘটেছে। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্যাপ্টেন বিগত ৭ বছর ধরে ডিসির সাথে সংযুক্ত ছিলেন। শোনা যাচ্ছে কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন। ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি এবং দেশের সেরা অলরাউন্ডারদের মধ্যে যুবরাজ সিং হলেন একজন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ই ওয়ানডে বিশ্বকাপে ভারতকে জিততে বড় ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও ২০১৬-তে সানরাইজ হায়দ্রাবাদ এবং ২০১৯-এ মুম্বাই ইন্ডিয়ান্স এর সাথে ৪২ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএল কাপ জিতে ছিলেন। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এছাড়াও তিনি আরসিবি, পাঞ্জাব কিংস, ডিসি, এম আই, এস আর এইচ এর হয়ে খেলেছেন। যদিও যুবরাজ সিংয়ের আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে কোচিং এর কোন পূর্ব অভিজ্ঞতাই নেই। তবে তরুণ তুর্কি শুভমান গিল এবং অভিষেক শর্মার মতো খেলোয়াড় গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct