রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: ‘ধনঞ্জয় আর সঞ্জয় সব এক করে দেখানোর চেষ্টা হচ্ছে, রাজ্যের মন্ত্রী এখন থেকেই গোটা বিষয়টাকে লঘু করার চেষ্টা শুরু করে দিয়েছে। যদি ধনঞ্জয় হয়, আর আপনাদের সন্দেহ থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বলেছিলেন আসল অপরাধীকে আমরা ধরে ফেলেছি। তাঁকে জিজ্ঞেস করুন।’ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ জাতীয় কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আরজি করের ঘটনায় এমনটাই মন্তব্য করেন।
অধীর রঞ্জন চৌধুরী রবিবার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলেন নির্ভয়ার পর ভারতবর্ষে এত বড় আন্দোলন ভারতবর্ষ জুড়ে কোথাও হয়নি এমনকি বাংলাতেও এত বড় আন্দোলন দেখা যায়নি। নির্ভয়া কাণ্ডে বাংলায় এত বড় আন্দোলন আমরা চাক্ষুষ করিনি বললেন অধীর। তিনি বলেন বাংলার মানুষের এই আবেগ বাংলার মানুষের এই দাবি পরিবারের দাবি যথার্থ, এই দাবি অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রের যারা তদন্তকারী দল তাদের সক্রিয়তা দেখিয়ে এই ঘটনার রহস্য উন্মোচন করার দরকার বলে আমরা মনে করি। সাংবাদিক বৈঠক থেকে বললেন অধীর। অধীর আজকের সাংবাদিক বৈঠক থেকে বললেন বাংলা জুড়ে কি হচ্ছে চারিদিকে একই অবস্থা ধর্ষণ ধর্ষণ আর খুন। বাংলার মানুষ কোথায় যাবে। এই বাংলার আজকের প্রশাসন আজকের ভাবনা নারীদের নিরাপত্তার জন্য বাংলার জনসমাজকে জাগরিত হতে হবে। বাংলার মানুষকে সর্বোপরি বাংলার যুবসমাজকে ছাত্রদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct