আপনজন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২৩০ জন কারাবন্দি বিনিময় হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর এ নিয়ে সপ্তমবারের মত দুই দেশের মধ্যে বন্দিবিনিময়ে কাজ করলো আরব আমিরাত। এ নিয়ে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৮৮ জনে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, শনিবার উভয় পক্ষ থেকে ১১৫ করে মোট ২৩০ যুদ্ধবন্দিকে বিনিময় করেছে দেশ দুটি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দিবিনিময়ের মাধ্যমে রাশিয়ার ১১৫ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের কুরস্ক অঞ্চল থেকে আটক করেছিল ইউক্রেন বাহিনী। এই বন্দিবিনিময়ের ব্যবস্থা করার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
জানা গেছে, গত ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক হামলার পর এটিই প্রথম এই ধরনের বিনিময়ের ঘটনা। ওই হামলার মধ্য দিয়ে ইউক্রেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে বৃহত্তম হামলার রেকর্ড গড়লো। মুক্তিপ্রাপ্ত সব রুশ সেনা এখন বেলারুশে রয়েছেন। রাশিয়ায় ফিরে আসার পর তাদের চিকিৎসা সেবা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।
এদিকে, বিনিময়ের মাধ্যমে ফিরে আসা সেনাদের একটি ছবি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবিতে দেশটির সেনাদের নীল ও হলুদ পতাকা গায়ে জড়িয়ে থাকতে দেখা গেছে। তিনি জানান, ফিরে আসা সেনারা সীমান্তরক্ষী, ন্যাশনাল গার্ড, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct