আপনজন ডেস্ক: সৌদি আরবে ভারি বৃষ্টি ও তীব্র ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আসির প্রদেশের একটি রাস্তায় পানির তীব্র স্রোতের কবলে পড়ে কয়েকটি গাড়ি। পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকেই দুটি মরদেহ উদ্ধার করা হয়।
এরই মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরো ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ ও মেসান অঞ্চল।
দেশটির জাতীয় আবহাওয়া দফতর বলেছে, আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে ভারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) বিকেল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা যায়। এছাড়া জিঝান ও আসিরে ব্যাপক বজ্রপাতও হয়। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct