আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সভাপতি মৌলানা খালিদ সইফুল্লা রহমানি এবং বোর্ডের সদস্য কার্যনির্বাহী কমিটি এবং মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সর্বভারতীয় সভাপতি হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪ সম্পর্কে তাদের আপত্তি সম্পর্কে তাকে অবহিত করেন। বৈঠকে প্রেসিডেন্ট বোর্ড এবং আসাদউদ্দিন ওয়াইসি মুখ্যমন্ত্রীর কাছে বিলের ত্রুটিগুলি ব্যাখ্যা করেন। মুসলিম পার্সোনাল ল বোর্ডের শীর্ষ কর্তারা আরও স্পষ্ট করে দেন বিল আনার আগে সরকার মুসলিম সংগঠনগুলি বা তাদের আলেম ও বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ করেনি এবং মুসলিমরা সরকারের কাছ থেকে কোনও সংশোধনীর দাবিও করেনি। স্পষ্টতই, গণতন্ত্রে, যাদের নিয়েই এই ওয়াকফ বিল সেই মুসলিম সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ না করে সরকার কোনও সিদ্ধান্ত নিতে পারে না। প্রতিনিধি দলটি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে জানায়, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনি কমিটি বিলের প্রতিটি ধারা বিস্তারিতভাবে পরীক্ষা করেছে। এই বিলটি ওয়াকফ আইনকে লঘু করে ওয়াকফ সম্পত্তি দখলের জন্য সরকারের একটি ষড়যন্ত্র। বোর্ড মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানায়, সংবিধানের মৌলিক অধিকারের ১৪, ২১, ২৫, ২৬, ২৯ ও ৩০ অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এই বিল যেন সংসদে সম্পূর্ণভাবে খারিজ করা হয়। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বোর্ডকে আশ্বাস দিয়েছেন তিনি কেবল বিলের বিরুদ্ধে বিবৃতি দেবেন না, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সাথেও কথা বলবেন যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিলটি খারিজ করতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct