আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের প্রতি কর্মবিরতি প্রত্যাহারের আর্জি জানিয়েছিল। কিন্তু রবিবার জুনিয়র ডাক্তাররা তাতে সাড়া না দিয়ে স্বাস্থ্য ভবনের প্রতি দোষীকে আড়াল করার চেষ্টার অভিযোগ তুলে কর্মবিরতিতে অনড় থাকলেন। এ বিষয়ে রবিবার আন্দোলনকারীরা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে এক সাংবাাদিক সম্মেলন করেন। ওই সাংবাদিক সম্মেলনে তারা নিশানা করেন রাজ্যের স্বাস্থ্য দফতরের ভূমিকার। তারপর জানিয়ে দেন তাার এই মুহূর্তে কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছেন না। সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীরা জানান, সিবিআই তদন্তের উপর ভরসা থাকলেও রাজ্য স্বাস্থ্য দফতরের উপর তাঁরা ভরসা রাখতে পারছেন না। কারণ, তাদের সন্দেহ আড়াল থেকে ক্ষমতাশীল একটা চক্র সক্রিয় হয়ে তদন্তে বাধা সৃষ্টি করছে। যাদের চাপের কাছে নতিস্বীকার করছে স্বাস্থ্যভবনও। আন্দোলনকারীদের অভিযোগ, প্রকৃত দোষীরা বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হলেও মেডিক্যাল কলেজে তারা নিরাপদ বোধ করছেন না। তাই কর্মবিরতি প্রত্যাহার করছেন না এখনই।
একই সঙ্গে তারা কলকাতা পুলিশের ভুমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশি ব্যর্থতার দায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উপর চাপিয়ে তার পদত্যাগের দাবি জানান তারা।
এদিনও বেশ কিছু দাবির কথা তুলে ধরেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, ৯ অগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা। তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মধ্যে আনতে হবে।
স্বাস্থ্যভবনের কাউকে আড়াল করা চলবে না। অবিলম্বে স্বাস্থ্যভবনকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct