নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: সকল মানুষের সুরক্ষার দাবিতে ১০০ কিলোমিটার পদযাত্রা আদিবাসী সমাজের।সকলের সুরক্ষার দাবিতে রাস্তায় নামল আদিবাসী সমাজ। নদিয়ার মাজদিয়া থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত দীর্ঘ ১০০ কিলোমিটার রাস্তায় পদ যাত্রা আদিবাসী সমাজের। শনিবার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান,আমরা নদিয়ার আদিবাসীরা বিশ্ব শান্তি এবং বন্যপ্রাণীদের সুরক্ষা , প্রকৃতির সুরক্ষা , দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে শনিবার পথে নামে। শুধু নারী নয়, পুরুষরাও নানা সঙ্কটের মুখে। নিজেদের চেতনাকে জাগাতে পথে নামে আদিবাসী সমাজ। এ আন্দোলনে শুধু সরকারের নয়, আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। তারা আরও জানান ,যে জঞ্জাল আমাদের ভেতরে ঘর বেঁধেছে তা অবিলম্বেই পরিষ্কার করা দরকার। আর তাই সঠিক শিক্ষা যেন ঘর থেকে শুরু হয়। এমনটাই জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। তারা সবাই মিলে একসাথে এই প্রতিজ্ঞা করতেই নদিয়ার পথে নেমেছে বলেই জানান তারা মাজদিয়া থেকে পদযাত্রার সূচনা করা হয়। রবিবার কল্যাণী সীমান্তে গিয়ে এই পদ যাত্রা শেষ হবে। এদিকে,আরজি কর কান্ডের দোষীদের শাস্তি এবং থেকে ধর্ষণ নামক ব্যাধির নির্মূল করার দাবিতে কৃষ্ণনগরে কলেজের ছাত্রীদের প্রতিবাদ মিছিল।আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি এবং সমাজ থেকে ধর্ষণ নামক ব্যাধিকে চিরতরে নির্মূলের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ কলেজ পড়ুয়া মেয়েদের। শনিবার হাতে প্ল্যাকার্ড ,ফেস্টুন নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নিয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে পদ যাত্রা শুরু করে কলেজের ছাত্রীরা। কৃষ্ণনগরের কলেজের মেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct