নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: বসিরহাট ইছামতি নদীর বাঁধে বড়সড় ফাটল দেখা দিল, যার ফলে এলাকার মানুষ আতঙ্কিত। এমনই ঘটনা ঘটলো বসিরহাটের এক নম্বর ব্লকের পানিতর পঞ্চায়েতের অন্তর্গত পানিতর এলাকায়।সেই দিকে লক্ষ্য রেখে খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় পৌঁছে যান বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এবং বসিরহাট ১ নম্বর ব্লকের পানিতর পঞ্চায়েত প্রধান মেহেরুন্নেসা বিবি সাথে উপস্থিত ছিলেন বসিরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শরিফুল ইসলাম মন্ডল। শনিবার সকাল বেলায় ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন তারা তড়িঘড়ি মেরামতির ব্যবস্থা করা হয়। এদিন পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এবং প্রধান প্রতিনিধি সারিফুল ইসলাম মন্ডল বলেন, বসিরহাট ১ নম্বর ব্লকের পানি তর পঞ্চায়েতের এলাকা ইছামতি নদীবেষ্টিত। শুক্রবার রাতে ইছামতি নদীতে বাঁধে ফাটল দেখা দেয়। আমাকে খবর দেয় এলাকার মানুষ। আমরা বিধায়কসহ বিভিন্ন মানুষরা এলাকায় পৌঁছায়। তড়িঘড়ি ব্যবস্থা করা হয় বাধ মেরামতির।স্থানীয় বাসিন্দা মর্জিনা বিবি বলেন, “ইছামতি নদীর কোলে থাকি আমরা। যখন তখন ঘরবাড়ি নিয়ে চলে যেতে পারে। বহু ঘর বাড়ি ইছামতি নদীর পাড় ভেঙ্গে নিয়ে গিয়েছে। রাতের দিকে বিশাল আওয়াজ। সারা রাত ঘুম নেই। রাস্তায় রাস্তায় ঘুরছি। সকালবেলা দেখলাম পঞ্চায়েত প্রধান এবং বিধায়করা এলাকায় পরিদর্শনে আসেন এবং সাথে সাথে বাঁধ মেরামতির ব্যবস্থা করেন আমরা খুবই আনন্দিত”। বিধায়ক ডক্টর সপ্তর্ষী ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ইছামতি নদীর বাঁধের অবস্থা খারাপ ছিল ফাটল দেখা দিয়েছিল, আমার কাছে খবর আসে, আমি পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন কর্মাধ্যক্ষ ওরা উপস্থিত হয় এলাকায়। এবং তড়িঘড়ি ইঞ্জিনিয়ারদের ডেকে বাদ মেরামতির ব্যবস্থা করি। ভয়ের কোন কারণ নেই মানুষের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct