আপনজন ডেস্ক: নতুন পেনশন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিমে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
২৩ লক্ষ সরকারি কর্মচারীর জন্য বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন হিসাবে অনুমোদন করা হয়েছে। ২০০৪ সালের ১ এপ্রিলের পর চাকরিতে যোগদানকারী সরকারি চাকরিজীবীদের জন্য ন্যাশনাল পেনশন ব্যবস্থা প্রযোজ্য হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ইউনিফাইড পেনশন স্কিম (ইউপিএস) ঘোষণা করেছে সরকারি কর্মচারীরা তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ করলে এখন অবসর গ্রহণের আগে গত ১২ মাসের বেসিক বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়ার যোগ্য হবেন। তবে ন্যূনতম ১০ বছর চাকরির মেয়াদ কম সময়ের জন্য আনুপাতিক হারে করা হবে বলে জানান তিনি। কোনও পেনশনভোগী মারা গেলে মৃত্যু পর্যন্ত প্রাপ্ত পেনশনের ৬০ শতাংশ প্রতি মাসে পাবে তাঁর পরিবার। চাকরিতে যোগদানের ১০ বছর পর কোনও কর্মচারী ছেড়ে দিলে তিনি ১০,০০০ টাকা করে পেনশন পাবেন। অন্তত ১০ বছর চাকরি করে অবসর নিলে ১০ হাজার টাকা নিশ্চিত পেনশন। এই নতুন পেনশন প্রকল্পে কর্মচারীদের পেনশনে কেন্দ্রের ভাগ ১৪ শতাংশ থেকে বেড়ে হবে ১৮ শতাংশ।
আর কর্মচারীদের ভাগ ১০ শতাংশই থাকবে। ২০২৫ সালে ১ এপ্রিল থেকে চালু হবে এই নয়া পেনশন স্কিম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct