আপনজন: আদালত থেকে পলিগ্রাফ টেস্টের অুনমতি পাওয়ার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ছজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে শনিবার। যদিও টেকনিক্যাল সমস্যার কারণে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট এদিন হয়নি। তার পলিগ্রাফ টেস্ট হবে রবিবার।
দিল্লি থেকে একটি বিশেষ সিএফএসএল দল কলকাতায় এসে এই পলিগ্রাফ টেস্ট করেছে। পলিগ্রাফ টেস্ট করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই রাতে নাইট ডিউটিতে থাকা চার জুনিয়র ডাক্তার এবং একজন সিভিক ভলান্টিয়ারের। অন্যদিকে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আলিপুর কোর্টে তাঁর বিরুদ্ধে এফআইআর-এর কপি পেশ করেছেন সিবিআই অফিসাররা।
প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট আখতার আলির আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ বলে এক সিবিআই অফিসার জানিয়েছেন।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তা হাইকোর্টের নির্দেশ পালন করতেই। এ দিন আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তভারের নথিপত্র সিবিআইয়ের কাছে হস্তান্তর করে বিশেষ তদন্তকারী দল। শনিবার সিবিআই এসআইটি থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছে। নতুন করে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট আখতার আলির আর্জি করেছিলেন, সন্দীপ ঘোষ বহু দুর্নীতির সঙ্গে জড়িত।
এই মামলায় চার জুনিয়র ডাক্তারকে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। কারণ সেই রাতে নির্যাতিতার সঙ্গে তাঁরা ছিলেন। আগের রাতে একসঙ্গে খাবারও খেয়েছিলেন। সেই রাতে কী ঘটেছিল সে বিষয়ে তাঁরা আলোকপাত করতে পারেন। পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে এক সিভিক ভলান্টিয়ারেরও। তিনি সঞ্জয়ের বন্ধু বলে জানা গিয়েছে। এই ঘটনায় সঞ্জয় রায়কে আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর নতুন করে কাউকে গ্রেফতার করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct