নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: কলকাতার আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় বাংলা পক্ষ বিক্ষোভ দেখাল শিয়ালদহ কোর্টের বাইরে। তদন্তভার নেওয়ার ১০ দিন পরও সি বি আই কাউকে গ্ৰেফতার করেনি। পিএম রিপোর্টেও দেখা গেছে নৃশংস হত্যা ও খুন কাণ্ডে যুক্ত ছিল সঞ্জয় রাই। সাঞ্জয় রাইকে আজ শিয়ালদা আদালতে পেশ করে সিবিআই। তার পরিপ্রেক্ষিতে আদালতের বাইরে ভিড় জমেছিলো। সংশ্লিষ্ট সংগঠনটি তার ফাঁসি দাবি করে বিক্ষোভ দেখায়। জনমানষে প্রশ্ন উঠেছে সিবিআই ওপর। বিক্ষোভ থেকে শ্লোগান ওঠে “বহিরাগত গুঠখা জন্তুর ফাঁসি চাই”। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জী, মহ: সাহীন সহ শতাধিক সহযোদ্ধা।
গর্গ চট্টোপাধ্যায় বলেন “ আমরা আমাদের বোনের ধর্ষণ ও হত্যার বিচার চাই। অপরাধীকে সঞ্জয় রায় বলে চালানোর চেষ্টা করেছে নানা মহল, বাংলা পক্ষ ধিক্কার জানায়।
বাঙালির বুকে আগুন জ্বলছে। আমাদের বোনের যে মর্মান্তিক পরিণতি হয়েছে, এই সঞ্জয় রাইকে ফাঁসি দিতেই হবে। কাউকে আড়াল করা চলবে না।”তিনি সরকারের বহিরাগত তোষণের নিন্দা করে বলেন এরা বিহার থেকে এসে বাংলায় সিভিক ভলেন্টিয়ারের কাজ কি করে পায়? কৌশিক মাইতি বলেন, “আজ বাঙালি বোনের ধর্ষকের ফাঁসির দাবিতে একমাত্র বাংলা পক্ষ রাজপথে। আগামীদিনে আর যেন এমন না হয়, সেটাও নিশ্চিত করতে চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct