আপনজন ডেস্ক: বুধবার রাজস্থানের আজমেরে একদল হিন্দুত্ববাদী সমর্থক এক মুসলিম যুবককে নৃশংসভাবে মারধর করে এবং তাকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করে। জিতু ভাটি নামে এক ব্যক্তির নেতৃত্বে হামলাকারীরা সমীর কুরেশিকে হিন্দুত্ববাদী স্লোগান দিতে বাধ্য করে এবং ইনস্টাগ্রামে ঘন্টাব্যাপী আক্রমণটি লাইভ স্ট্রিম করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মুসলিম যুবকটি গুরুতর আহত বলে মনে হচ্ছে এবং তাকে মারধর বন্ধ করার জন্য দলটির কাছে অনুরোধ করছে। তবে দলটি কোনও দয়া দেখায়নি এবং কুরেশিকে কালো এবং নীল মারতে থাকে।
ভুক্তভোগী এখন হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সমীরকে ‘পাকিস্তানি মুসলিম’ বলে সম্বোধন করতে শোনা যায় জিতু ভাটিকে এবং লাইভে থাকাকালীন তাকে মৌখিকভাবে গালিগালাজ করতে শোনা যায়। ভিডিওতে দেখা যায়, তার এক সহযোগী কুরেশিকে লাথি মারছে এবং তার মুখে বারবার ঘুষি মারছে। কুরেশিকে রক্তাক্ত অবস্থায় ‘জয় শ্রীরাম’ বলতে বলা হয়। কিন্তু তাতেও হামলা বন্ধ হচ্ছে না। লাইভ ভিডিওতে অন্তত চারজনকে দেখা গেছে যারা মাস্ক ব্যবহার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct