নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতার আর. জি. কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ওপর বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ধর্মতলার ওয়াই- চ্যানেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশে আর. জি. কর কান্ডে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। দোষীদের বিচারের দাবিতে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওয়াই- চ্যানেল প্রান্তর। বিক্ষোভ সমাবেশে সংগঠনের রাজ্য সভাপতি সাইদ মামুন আর. জি. কর হাসপাতাল কাণ্ডের পরিপ্রেক্ষিতে জেলার সরকারী হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি গুরুত্বের সঙ্গে দেখতে রাজ্য সরকারকে আহ্বান জানান। মহিলা চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীরা যাতে কর্মস্থলে কোনরকম হেনস্থার শিকার না হন, সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের জোর দাবি তোলেন এসআইও নেতৃবৃন্দ। শুঅবিলম্বে নারীমুক্তির স্থায়ী সমাধান বের করতে হবে আমাদের। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে মতামত ব্যক্ত করেন এসআইও নেতৃত্ব। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এসআইও সর্বভারতীয় সম্পাদক ইমরান হোসেন, পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি সাঈদ মামুন, রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল, রাজ্য সংগঠন সম্পাদক ডা. এহসানুর রহমান, দক্ষিণবঙ্গ শিক্ষাঙ্গন সম্পাদক জুবাইর আহমেদ, শিক্ষা সম্পাদক মো. মুরসালীম, রাজ্য জনসংযোগ সম্পাদক সফিকুল ইসলাম মন্ডল, জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক সাদাব মাসুম, জামাআতে ইসলামী হিন্দ কোলকাতা জেলা সভাপতি জুলফিকার আলী গাজী, জামাআতে ইসলামী হিন্দ কোলকাতা মেট্রো সিটির মহিলা শাখার সভানেত্রী মাহফুজা খাতুন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct