আপনজন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামে অনেক আগে থেকেই সক্রিয় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফেসবুক ও ইনস্টাগ্রামে তো অনুসারী সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। আছে নিজস্ব ওয়েবসাইটও। এবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুললেন রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার চ্যানেলের নাম দিয়েছেন ‘ইউআর ক্রিস্টিয়ানো’। রোনাল্ডো গতকাল চ্যানেলটি খুলতেই ইন্টারনেট ব্যবহারকারীরা হামলে পড়েছেন। চ্যানেলটিতে এক দিনেই অনুসারীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। প্রথম এক ঘণ্টাতেই তাঁর অনুসারীর সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লাখ স্পর্শ করেছে, সংবাদমাধ্যম আল–জাজিরার দাবি অনুযায়ী যা নতুন বিশ্ব রেকর্ড। এর আগে এত অল্প সময়ে আর কোনো ইউটিউব চ্যানেলের অনুসারীসংখ্যা ১ মিলিয়ন ছাড়ায়নি। শুধু তা–ই নয়, ইউটিউব চ্যানেলে অনুসারী সংখ্যায় দীর্ঘদিনের মাঠের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে মাত্র ২ ঘণ্টার মধ্যেই ছাড়িয়ে গেছেন রোনাল্ডো। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা পর্যন্ত মেসির ১৮ বছর আগে চালু করা ইউটিউব চ্যানেল ‘লিও মেসি’র অনুসারীর সংখ্যা ছিল ২১ লাখ ৬০ হাজার। রোনাল্ডোর অনুসারীর সংখ্যা মাত্র ২ ঘণ্টাতেই হয়েছিল ২১ লাখ ৭০ হাজার। সেটিও মাত্র ১৮টি ভিডিও আপলোড করেই। বিপরীতে মেসি এখন পর্যন্ত আপলোড করেছেন ২০৭টি ভিডিও। গুগলে বা ইউটিউবে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ লিখে সার্চ দিলেই দেখা যাচ্ছে চ্যানেলটির পরিচিতি, ‘ইউআর ক্রিস্টিয়ানোয় স্বাগত—এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অফিশিয়াল ইউটিউব চ্যানেল।’
বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার খবর জানান রোনাল্ডো। সৌদি ক্লাব আল নাসরের পর্তুগিজ মহাতারকা লেখেন, ‘অপেক্ষার পালা শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এল!’ ভক্তদের চ্যানেলটিতে সাবসক্রাইব করতে বলার কথা রোনাল্ডো লিখেছেন তাঁর ট্রেডমার্ক উদ্যাপন সিউ...এর ঢঙে, (সাবসক্রাইব করুন) এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন।’
বর্তমানে এক্সে ১১ কোটি ২৫ লাখ, ফেসবুকে ১৭ কোটি ও ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৬০ লাখ অনুসারী আছে রোনাল্ডোর।
সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ। রাতেই মাঠে নামছেন রোনাল্ডো। ঘরের মাঠে তাঁর দল আল নাসরের প্রতিপক্ষ আল রাইদ। ২০২৪–২৫ মৌসুমের শুরুটা অবশ্য প্রত্যাশিত হয়নি রোনাল্ডোর। সৌদি সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালে গোল পেলেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। গত শনিবার ফাইনালে আল নাসরকে ৪–১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছে আল হিলাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct