জাকির সেখ, কলকাতা, আপনজন: আর জি কর মেডিক্যাল কলেজ কান্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহলের মানুষ। এবার এই দাবিতে সরব হয়েছেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। বুধবার কলকাতার প্রেস ক্লাবে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টসহ আরও অন্যান্য ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন তারা। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন আরজি করের ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করে যে খুন করা হয়েছে দোষীদেরও কঠোর শাস্তির দাবি জানান। এছাড়াও হাথরস, উন্নাও, বিলকিস বানু সহ সমস্ত ধর্ষণের ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান।
উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের সভাপতি মাওলানা জিয়াউল হক লষ্কর, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র, সভাপতি সুমন ব্যানার্জি, ইন্দ্রনীল মুখার্জী, ফাদার সঞ্জীব কুমার দাস, শিখ ধর্ম গুরু স্বরণ সিং, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আসাদুল্লাহ আল হোসাইনী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct