আপনজন ডেস্ক: শুধু হাজির জন্য পরেষবা বজায় না রেখে সংখ্যালঘু সমাজের শিক্ষার উন্নয়নে নানা কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ হজ কমিটি। সংখ্যালঘুদের উচ্চ পদস্থ আমলা করে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার কৈখালির হজ টাওয়অরে শুরু হল ইউপিএস পরীক্ষার প্রশিক্ষণ, যে পরীক্ষা উত্তীর্ণ হলে অইএএস, আইপিএস হওয়া যায়। ইতিমধ্যে বেশ কয়েকবছর হল রাজ্য হজ কমিটির ডব্লুবিসিএস প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে সংখ্যালঘু ছাত্রছাত্রদের জন্য। একেবারে বিনামূলে সেই আবাসিক কোচিং থেকে বহু ছাত্রছাত্রী ডব্লুবিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি উচ্চ পদস্থ আধিকারিকরূপে কর্মরত। এবার এখানেই সীমাবদ্ধ না থেকে মূলত আইএএস, আইপিএস গড়ার লক্ষ্যে শুরু হল এই ইউপিএসসি কোচিং। বৃহস্পতিবার ‘যোগ্যশ্রী’ শিরোনামে এই আবাসিক ইউপিএসসি কোচিংয়ের উদ্বোধন করেন রাজ্যের সংখ্যালঘু দফতরে সচিব আইএএস পি িব সালিম। উপস্থিত ছিলেন সংখ্যালঘু দফতরের স্পেশাল কমিশনার আইএএস শাকিল আহমেদ, রাজ্য হজ কমিটির এক্সিকি্উটিভ অফিসার মুহাম্মদ নকি, হজ আধিকার সৈয়দ নায়ার হাশমি প্রমুখ।
উল্লেখ্য, রাজ হজ কমিটির উদ্যোগে ডব্লুবিসিএসের পর ইউপিএসসি কোচিং শুরু করায় রাজ্যের সংখ্যালঘু মহল যারপরনাই খুশি। কারণ, কলকাতায় বা এ রাজ্যে ইউপিএসসি কোচিংয়ের তেমন ভাল কোনও ব্যবস্থা নেই। সংখ্যালঘু শিক্ষিত যুবক যুবতীদের জন্য সেই রাস্তা খুলে দিল রাজ্য হজ কমিটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct