আপনজন ডেস্ক: শিক্ষার্থীদের পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার সম্ভাবনা বাড়াতে ক্রিকেটকে মূল বিষয় হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়ার একটি স্কুল। দেশটির ভিক্টোরিয়া রাজ্যে ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই মাধ্যমিক বিদ্যালয়ের নাম লারা সেকেন্ডারি কলেজ। লারা প্রাথমিক বিদ্যালয়ও লারা সেকেন্ডারি কলেজের সঙ্গে লাগোয়া।
লারা সেকেন্ডারি কলেজ জানিয়েছে, ২০২৫ সাল থেকে স্কুলের পাঠ্যসূচিতে ক্রিকেটকে একটি বিষয় হিসেবে প্রবর্তন করা হবে, যা শুধু মাঠে খেলাই নয়, অধ্যয়নেরও ব্যবস্থা করে দেবে।
স্কুলটির সঙ্গে একাডেমি মুভমেন্টের অংশীদারিত্ব আছে। একাডেমি মুভমেন্ট হলো একটি অলাভজনক সংস্থা, যা বিভিন্ন স্কুলকে শিক্ষাবিষয়ক পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। এই সংস্থার পাশাপাশি রাজ্য দল ক্রিকেট ভিক্টোরিয়া ও বিগ ব্যাশ লিগ ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডস স্কুলটিকে সব ধরনের সহযোগিতা করবে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, একাডেমি মুভমেন্ট লারা সেকেন্ডারি কলেজের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্রিকেটে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদন বিষয়ে সনদপত্র প্রদান করবে। এ ছাড়া সপ্তম শ্রেণি পর্যন্ত ক্রিকেটে বিশেষ প্রশিক্ষণ দেবে।
টেস্টের ১৫০ বছর পূর্তিতে বিশেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
খেলাধুলা ও বিনোদন বিষয়ে সনদপত্র পাওয়ার আগে শিক্ষার্থীদের আম্পায়ারিং, কোচিং, ক্রীড়া মনোবিজ্ঞান, শরীরে থেরাপেটিক টেপ প্যাঁচানো এবং চোটে পড়লে প্রাথমিক চিকিৎসাসহ প্রধান ক্ষেত্রগুলোর কোর্স সম্পূর্ণ করতে হবে।
সেকেন্ডারি কলেজের ফেসবুক
পাঠ্যক্রমে ক্রিকেটকে মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার ঘটনাকে শিক্ষার্থীদের জন্য ‘রোমাঞ্চকর সুযোগ’ মনে করছেন স্কুলটির অধ্যক্ষ লুক স্কিউস, ‘ক্রিকেট ভিক্টোরিয়া ও একাডেমি মুভমেন্টের অংশীদার হতে পেরে লারা সেকেন্ডারি কলেজ সত্যিই গর্বিত। আমাদের ক্রিকেট একাডেমি শিক্ষার্থীদের উচ্চ স্তরের কোচিংয়ের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেবে। ক্রিকেটের প্রতি শিক্ষার্থীদের আবেগকে পাঠ্যক্রমে জড়ানোর সুযোগ করে দিতে আমরা মুখিয়ে আছি। ক্রিকেটকে অনুসরণ করার ক্ষেত্রে এটি তাদের জন্য ইতিবাচক পথ খুলে দেবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct