আপনজন ডেস্ক: বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। অধ্যাপক গৌতম পালের পৌরোহিত্যে ১২ জনের অ্যাডহক কমিটিতে রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের অধ্যাপকরা স্থান পেয়েছেন। রয়েছেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্টরা। যদিও অ্যাডহক কমিটিতে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট স্থান পাননি। তাই কমপক্ষে একজন সংখ্যালঘু প্রতিনিধিত্ব না থাকায় সোশ্যাল িমডিয়ায় বিভিন্ন সংখ্যালঘু মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, শাসক দলকে উজাড় করে ভোট দিয়েছেন সংখ্যালঘুরা। তারপরও তারা ব্রাত্য কেন।
এছাড়া আরও অভিযোগ, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে ৯জনের অ্যাডহক কমিটি আছে তাতেও কোনও মুসলিম প্রতিনিধিত্ব নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct