সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: তিলোত্তমার হত্যাকারীদের বিচার চেয়ে বাসন্তীর রাজপথে জনস্রোতের ঢেউ উঠল। হাজার হাজার মানুষের মিছিল থেকে দাব উঠলে ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই,খুব শীঘ্রই তিলোত্তমা হত্যাকারীদের ফাঁসি চাই। ’
বুধবার বিকালে বাসন্তীর পালবাড়ি থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয় উত্তর মোকামবেড়িয়া গ্রামবাসীদের উদ্যোগে। প্রতিবাদ মিছিলে হাজার হাজার গৃহবধুরা কোমরে কাপড় বেঁধে হাজীর হয়।বিচার চেয়ে স্লোগান দিতে থাকে। হাজীর হয় অগণিত সাধারণ মানুষজন,স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এদিন মিছিল শুরু হয় পালবাড়ি থেকে। দু কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল শেষ হয় কুলতলি এলাকায়। পাশাপাশি পালবাড়ি পঞ্চায়েত অফিস সংলগ্ন বাসন্তী হাইওয়ে অবরোধ করে প্রায় এক ঘন্টার অধিক সময় বিক্ষোভ অবস্থান চলে। এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীন অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। তবে এতটা দীর্ঘ সময় অবরোধ চলায় সাধারণ মানুষ এবং নিত্যযাত্রী সহ বিভিন্ন যানবাহনের চালকরা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ অবস্থান কে সমর্থন করায় কোন প্রকার ভোগান্তী হয়নি।এদিন মিছিল ও অবস্থান বিক্ষোভে প্রায় চার হাজার মানুষ সমবেত হয়েছিলেন। মিছিল ও অবস্থান বিক্ষোভের উদ্যোক্তা বিকাশ সরদার জানিয়েছেন, ‘আমাদের দাবী অবিলম্বে মানা না হলে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ স্তব্দ্ধ করে দেবো। কারণ সাধারণ মানুষ তিলোত্তমা কান্ডকে আর সহ্য করতে পারছে না। মেয়েরা বিচার চেয়ে রাত জাগছে। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ থেকে স্বতষ্ফুর্ত ভাবে বেরিয়ে রাজপথে প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে। সাধারণ মানুষ ক্ষীপ্ত। আন্দোলনের ঢেউ প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের ন্যায় স্ফুলিঙ্গ হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাছাড়া আরজিকর কান্ডে অভিযুক্ত রাঘোব বোয়ালদের শীঘ্রই ফাঁসি চাই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct