নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রাজ্য গোয়েন্দা পুলিশের প্রধান জাভেদ শামীমকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলানোর পাশাপাশি আর্থিক দুর্নীতি বিভাগের প্রধানের দায়িত্ব সামলাবেন তিনি। ওই পদে ছিলেন আর রাজা শেখরন। একইসঙ্গে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজ্যের ডাইরেক্টর অফ সিকিউরিটির পদের দায়িত্ব সামলান। এর পাশাপাশি বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এডিসি মণীশ জোশিকে বদলি করা হয় বিধাননগর কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি পদে। অপরদিকে রাজ্য পালের নতুন এডিসি পদে নিয়ে আসা হয় রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাসকে। মহিলা আইপিএস অফিসার শান্তি দাস এখন থেকে রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব সামলাবেন। রাজ্যে চলা বর্তমান পরিস্থিতির জেরে রাজ্য গোয়েন্দা প্রধানকে গোয়েন্দা দফতরের পাশাপাশি আর্থিক দুর্নীতি তদন্ত দফতরের দায়িত্ব সামলানোর বিজ্ঞপ্তি জারি হয় নবান্ন থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct