মহম্মদ নুরুল ইসলাম, ফুরফুরা, আপনজন: আর জি কর হাসপাতালের ছায়া পড়েছে ফুরফুরা শরীফেও। প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে দরবার শরীফ। বুধবার ঠিক সন্ধ্যায় কয়েকশ মানুষের সঙ্গে মহিলারা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদী মিছিল বের হয়। পীরজাদা মেহরাব সিদ্দিকী, পীরজাদা সওবান সিদ্দিকী, পীরজাদা কাশেম সিদ্দিকী ও পীরজাদা সাফেরি সিদ্দিকী, পীরজাদা নৌশাদ সিদ্দিকী, পীরজাদা মনতাকিম সিদ্দিকী, পীরজাদা মসফেকিন সিদ্দিকী, পীরজাদা এহিয়া সিদ্দিকী সহ অনেকেই এদিনের মিছিলে শরিক হয়ে সোচ্চার হন। মাদ্রাসার অসংখ্য ছাত্ররাও মিছিলকে সমৃদ্ধ করে। খুন হওয়া মহিলা চিকিৎসকের প্রকৃত অপরাধীরা এখন কেন গ্ৰেফতার হয়নি? প্রশ্ন ওঠে মিছিলে। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে জানান পীরজাদারা। ফুরফুরার উজ্জ্বলপুকুরে প্রথমে সবাই জমায়েত হন। তারপর প্রতিবাদ মিছিল হয়। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বহু মহিলা এই প্রতিবাদ মিছিলে শামিল হন। তাদের হাতে ছিল আর জি কর কাণ্ডের প্রতিবাদ না প্ল্যাকার্ড।
এছাড়া মাত্র কিছুদিন আগে উত্তরাখণ্ডে একজন মুসলিম মহিলা নার্সের খুন হওয়াকে কেন্দ্র করে সরব হয় মিছিলটি। মিছিলকারীদের বক্তব্য, রাজ্যে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, জরুরি পরিষেবা ভেঙ্গে মুখ থুবড়ে পড়েছে। মহিলা চিকিৎসক ও নার্স খুন হচ্ছেন। জড়িয়ে রয়েছে একাংশ চিকিৎসক মহল।এই অলাত ও অরাজকতা পরিবেশ সরকারের অবিলম্বে বন্ধ করে চিকিৎসা পরিষেবার গ্যারান্টি দিতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct