আপনজন ডেস্ক: গোলবার সামলানোর কাজটা দুর্দান্তই করতেন ম্যানুয়েল নয়ার। তার সময়ের অন্যতম সেরা একজন গোলরক্ষক তিনি। তবে তিন কাঠির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি। বক্সের বাইরে এসে আউটফিল্ড খেলোয়াড়দের সঙ্গে বল দেওয়া-নেওয়া করতেও দারুন পারদর্শী ছিলেন জার্মানির গোলরক্ষক।
তাই তো আধুনিক যুগের শ্রেষ্ঠ ‘সুইপার-কিপারের’ তকমা পেয়েছেন নয়ার। তার বিশ্বস্ত হাত ও পায়ের কাছে অনেক ফুটবলারই গোল করতে ব্যর্থ হয়েছেন। ফরোয়ার্ডদের সামনে যেন ‘চীনের মানব প্রাচীর’ছিলেন তিনি। সেই প্রাচীর আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।
এতে নিশ্চিত অনেক ফরোয়ার্ড হয়তো হাঁফ ছেড়ে বাঁচলেন। মনে মনে হয়তো অনেক বলছেন জার্মানির বিপক্ষে খেলা হলে নিজের নামের পাশে আর কিছু গোল যোগ করার সুযোগ পেলাম।
দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নয়ার। ঠিক যেমন করে দুই দিন আগে সামাজিক মাধ্যমে জার্মানির হয়ে আর খেলবেন না বলে নিজের বিদায়ের কথা জানিয়েছিলেন ইলকাই গুন্দোয়ান।
সদ্য সাবেক অধিনায়কের মতোই বায়ার্ন মিউনিখের গোলরক্ষকও সামাজিক মাধ্যমেই বিদায়ের ঘোষণা দিলেন। ৩৮ বছর বয়সী গোলরক্ষক লিখেছেন,‘পদক্ষেপ (অবসর)নেওয়ার এটাই সঠিক সময়। যখন ছন্দে ছিলাম সে সময়টা দারুণ ছিল। আমি খুবেই গর্বিত।’ ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করাটাকে বিশেষ মুহূর্ত বলে জানিয়েছেন নয়ার। তিনি লিখেছেন,‘২০১৪ বিশ্বকাপ জয় এবং এ বছর ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা আমার কাছে বিশেষ মুহূর্ত। এর জন্য আমি কৃতজ্ঞ।’
জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াকে বড় গর্বের বলে মানছেন নয়ার। জার্মানির হয়ে ১২৪ ম্যাচ খেলা গোলরক্ষক লিখেছেন,‘২০২৩ সাল পর্যন্ত দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য গর্বের ছিল। জার্মানির জার্সি পরাটা ভালোবাসি।’
২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেক হয় নয়ারের। তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল ঘরের মাঠে স্পেনের কাছে কোয়ার্টার ফাইনালে জার্মানির হার। জার্মানির যেকোনো গোলরক্ষকের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। ১২৪ ম্যাচের মধ্যে ৮১টিতে জয় পেয়েছেন। ৫১ ম্যাচ ক্লিন শিট রেখেছেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও বায়ার্নের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নয়ার। আর তার বিদায়ে এতদিন ছায়া হয়ে থাকা বার্সেলোনার গোলরক্ষক মার্ক টের স্টেগান জার্মানির গোলবার রক্ষার দায়িত্ব পাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct