আপনজন ডেস্ক: এবার আর ধারের খেলোয়াড় নন, স্থায়ীভাবেই চেলসির ফুটবলার হয়ে এলেন জোয়াও ফেলিক্স। ৭ বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে ফিরেছেন পর্তুগিজ তারকা।
চেলসিতে দ্বিতীয় মেয়াদে ফিরে দারুণ খুশি ফেলিক্স। প্রিমিয়ার লিগের ক্লাবে ফিরে তাই চেলসিকে ‘ঘর’ হিসেবে সম্বোধন করেছেন তিনি। ২৪ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘এটা একটা সুযোগ একটা ঘর খুঁজে পাওয়ার জন্য। চেলসি ও বার্সেলোনার দুই ধারের পর আমার প্রয়োজন ছিল একটা স্থায়ী ঠিকানা। আমার জন্য চেলসির চেয়ে আর ভালো জায়গা হতে পারে না। আলো ছড়ানোর জন্য নিঁখুত জায়গা দেখছি।
এখানে ফিরতে আমাকে সহায়তা করেছে ক্লাব, লিগ, ভক্ত-সমর্থক এবং ভালোবেসে যে সময়টুকু আমি এখানে কাটিয়েছি। এখানে ফিরে আমি সত্যিই খুশি।’
আগের থেকে নিজেকে অনেক পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন ফেলিক্স। সামনে তার সেরা সময় আসছে বলে মনে করেন তিনি।
আতলেতিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অনেক উন্নতি করেছি। খেলাটা বুঝতে পারা এবং বলসহ সহজেই ফাঁকা জায়গা বের করে নেওয়াটা আমার খেলায় আরো প্রভাব রাখবে। মনে হচ্ছে সামনে আমার সেরা বছর আসছে। এতে আমার কোনো সন্দেহ নেই। এ বছর আমার জন্য সেরা হতে যাচ্ছে। কারণ এখন আমি স্থায়ীভাবে একটা ঘর পেয়েছি। ঘরের সময়টা উপভোগ করতে চাই।’ আতলেতিকো মাদ্রিদ থেকে ৭ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছেন ফেলিক্স।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct