সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আর জি কর কান্ডের পরিপ্রেক্ষিতে বর্ধমানে আদিবাসী তরুণীকে খুনের ঘটনার বিচার চেয়ে ক্রমশই সুর চড়াচ্ছে আদিবাসী সমাজ। আজ বাঁকুড়ার কোতুলপুরে পুলিশের ব্যরিকেড ভেঙে বিডিও অফিস ও থানায় ঢুকে চরম বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা। আর জি কর কান্ডের আবহের মাঝেই গত ১৪ আগষ্ট বর্ধমানে নৃশংস ভাবে খুন হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী। আর জি করে তিলোত্তমার খুন ধর্ষণের বিচার চাওয়ার পাশাপাশি এবার সেই আদিবাসী তরুণী খুনেও ক্রমশ নিজেদের আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে আদিবাসীরা। দফায় দফায় জেলার বিভিন্ন প্রান্তে মিছিল ও পথ অবরোধের পর আজ ওই ইস্যুতে বাঁকুড়ার কোতুলপুরে বিডিও অফিস ও কোতুলপুর থানায় বিক্ষোভের ডাক দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল। ওই সংগঠনের কর্মীরা এদিন কোতুলপুর বাজারে মিছিল করে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে গেলে বিডিও অফিসের মূল গেট বন্ধ করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত সেই গেট জোর করে খুলে বিডিও অফিসের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে কোতুলপুর থানাতেও একইভাবে পুলিশের বাধা ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান আদিবাসীরা। আর জি করের নির্যাতিতার পাশাপাশি খুন হওয়া আদিবাসী তরুনীর বিচার না পাওয়া পর্যন্ত এভাবেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসীদের ওই সংগঠন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct