নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ওপর বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ড ও পার্শ্ববর্তী ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আজ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মুর্শিদাবাদ জেলা কমিটির আহ্বানে বহরমপুরে আজ একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিলটি শহরের টেক্সটাইল মোড় থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত যায়। সেখানে দলের একটি প্রতিনিধিদল জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে আর জি হাসপাতাল কাণ্ডের পরিপ্রক্ষিতে জেলার সরকারী হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মহিলা চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীরা যাতে কর্মস্থলে কোনরকম হেনস্থার শিকার না হন, সেটা দেখার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে। পাশাপাশি, ওড়িশায় যেসব পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে মুর্শিদাবাদের মানুষজনও রয়েছেন। তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ সহ হেল্প লাইন নম্বরের চালু করার কথা বলা হয়েছে। তাদের সমস্যা দেখার জন্য একটি নোডাল অফিসারের নিয়োগের কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। প্রতিনিধিদলে ছিলেন দলের হরিহরপাড়া ব্লক সভাপতি রাশিদুল মন্ডল, জলঙ্গি বিধানসভার পর্যবেক্ষক করিউল ইসলাম, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক সভাপতি রেন্টু সেখ, ডোমকল ব্লক সভাপতি সিদ্দিক সেখ ও ফারাক্কা ব্লক সভাপতি আজমেরুল।
এদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে হাওড়া শহরেও আজ এক মিছিল বের হয়। প্রতিবাদ মিছিলটি হাওড়া ময়দান থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত যায়। এই মিছিলে মহিউদ্দিন আহামেদ মাহি সহ হাওড়া জেলার পার্টি নেতৃত্ব ডা: আফতাবুদ্দিন মোল্লা, ইমরান খান, শেখ নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন। হুগলীর রিষড়া পঞ্চায়েতের ভাদুয়া মোড় থেকে গুমোডাঙ্গা পর্যন্ত একটি প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিক, সাদ্দাম হোসেন সহ হুগলি জেলার নেতৃত্ব। এই মিছিল থেকে তিলোত্তমার খুনিদের কঠোর শাস্তির পাশাপাশি বর্ধমানে খুন হয়ে যাওয়া আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদার খুনীদের গ্রেপ্তারের দাবী তোলা হয়। রাজ্যের পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাববি ওঠে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct