আপনজন ডেস্ক: ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই) কর্তৃক নির্ধারিত ১৮ মাসের দূরশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রাপ্ত ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএল.এড) দুই বছরের ডিপ্লোমা কোর্সের সমতুল্য কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে।
বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৩০০ জনেরও বেশি ব্যক্তির দায়ের করা আবেদনে নোটিশ জারি করেছে। যে রায়ে বলা হয়েছিল ১৮ মাসের ডিপ্লোমাধারীরা পশ্চিমবঙ্গে ২০২২ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য যোগ্য নয়।
এই মামলার মূল বিষয় হল ১৮ মাসের জন্য দূরশিক্ষণের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা এনসিটি দ্বারা নির্ধারিত ২ বছরের ডিপ্লোমা কোর্সের সমতুল্য কিনা। অন্যের দায়ের করা ট্রান্সফার পিটিশনের ক্ষেত্রেও এই বিষয়টি রয়েছে।
সমতার এই প্রশ্নটি অন্যরাও উত্থাপন করেছে বলে উল্লেখ করে আদালত বর্তমান মামলাটিকে আদালতে বিচারাধীন আরও একটি মামলার সাথে ট্যাগ করেছে। ১৮ মাসের ডিএলএড প্রার্থীদের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা। হাইকোর্টের একক বিচারপতি রিট পিটিশন খারিজ করে দিয়েছিলেন।
হাইকোর্ট তার রায়ে জোর দিয়ে বলেছিল যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড এনসিটিই-র অধীনে জারি করা বিধিবদ্ধ বিধান এবং বিজ্ঞপ্তি লঙ্ঘন করতে পারে না। আদালত রায় দিয়েছে যে ১৮ মাসের ডিপ্লোমাধারীরা পশ্চিমবঙ্গে ২০২২ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য যোগ্য নয়। আদালত আরও উল্লেখ করে, একাডেমিক বছর এবং সেশনগুলির ব্যাখ্যা অবশ্যই বিধিবদ্ধ বিধিবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আবেদনকারীদের যুক্তি ছিল দুটি একাডেমিক সেশনকে দুটি একাডেমিক বছরের সমতুল্য হিসাবে বিবেচনা করার জন্য। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। হাইকোর্ট পুনর্ব্যক্ত করে, এনসিটিই-র নিয়ম অনুযায়ী যার জন্য দুই বছরের ডিপ্লোমা প্রয়োজন অবশ্যই তা মেনে চলতে হবে। সেই রায়ের বিরুদ্ধে আবেদনকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct