আপনজন ডেস্ক: আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ২ কোম্পানি সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেবেন। দিল্লি থেকে এডিজি সিআইএসএফ এই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার কলকাতায় আসছেন। এদিকে বুধবার আর জি কর হাসপাতালে গিয়ে সিআইএসএফের একটি প্রতিনিধি দল সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এরপর তারা লাল বাজারে গিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বুধবার সিআইএসএফ ডিআইজি প্রতাপ সিংহ প্রথমে আরজি কর হাসপাতালে যান। এরপর তিনি যান লাল বাজারে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ব্রেঞ্চ আরজি কর হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিভাবে হাসপাতালে ভাঙচুর হল তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকাতে বিস্ময় প্রকাশ করে দেশের শীর্ষ আদালত। আরজি কর হাসপাতাল থেকে নিরাপত্তাহীনতায় অনেক প্রেসিডেন্ট চিকিৎসক কর্মস্থল ছেড়েছেন ভাঙচুরের পর । ওই হাসপাতালের হোস্টেল গুলিতে আপাতত ৪০ জন মহিলা চিকিৎসক ও ৭০ জন পুরুষ চিকিৎসক রয়েছেন। ইন্টার রেসিডেন্ট ডাক্তার ও সিনিয়র চিকিৎসকরা যাতে কর্মস্থলে দ্রুত ফেরেন তার জন্য নিরাপদ বলয় গড়ে তুলতে প্রয়োজনীয় বিষয়গুলি দেখার বিষয়ে কথা বলে সুপ্রিম কোর্ট। এরপরই সুপ্রিম কোর্ট নিরাপত্তার দায়িত্ব সি আই এস এফ এর হাতে দেওয়ার নির্দেশ দেয় সলিসিটে জেনারেল তুষার মেহেতাকে। বুধবার সকালে এরপর সিআইএসএফের ডি আই জি আরজি কর হাসপাতাল ঘুরে দেখেন। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct