আপনজন ডেস্ক: আরজি কর কাণ্ডে ‘বিচার চাই’ স্লোগান তুলে বুধবার স্বাস্থ্যভবন অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে ছিলেন সিনিয়র ডাক্তাররাও। এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় মিছিল। তাদের হাতে ছিল ‘আরজি কর কাণ্ডের বিচার চাই’ শিরোনামে নানা পোস্টার। জুনিয়র ডাক্তারদের এই মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগোলেও পুলিশি বাধার মুখে পড়তে হয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে এই মর্মে যে, শান্তিপূর্ণ কোন আন্দোলনের ওপর বল প্রয়োগ করতে পারবে না পুলিশ। সেই নির্দেশ মেনে এদিন বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হলেও রাস্তায় কোন ব্যারিকেড করা হয়নি। শান্তিপূর্ণ ভাবে চিকিৎসকদের মিছিল এগিয়ে যায় স্বাস্থ্য ভবনের দিকে। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক প্রমুখ। ওই বৈঠকে তারা চার দফা দাবি তোলেন। সেই দাবিগুলির মধ্যে অন্যতম হল আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে যেন নিয়োগ করা না হয়। এমনকী স্বাস্থ্য দফতরের কোনও পদে না রাখারও দাবি জানানো হয়। এছাড়া প্রাক্তন ডিন অফ স্টুডেন্ট তথা বর্তমান সুপার বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীরও পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। এর পাশাপাশি সন্দীপ ঘোষের স্থলাভিষিক্ত অধ্যক্ষ সুহৃতা পাল অধ্যক্ষ পদের দায়িত্ব পেয়েও হাসপাতালে হাজির না থাকায় তাকে সরানোরও দাবি জানান তারা। সূত্রের খবর, স্বাস্থ্য দফতর তাদের দাবি মানার ব্যাপারে তৎক্ষণাৎ কোনও আশ্বাস না দিলেও সন্ধ্যায় আরজি কর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, জুনিয়র ডাক্তারদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তিনি জানান, সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ বাতিল করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে আরজি করের অধ্যক্ষ সুহৃতা পাল, বর্তমান সুপার বুলবুল মুখোপাধ্যায় ও চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও। হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হল বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।
ছবি: মদনমোহন সামন্ত
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct