আপনজন ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) বিল সম্পর্কিত সংসদের যৌথ কমিটির প্রথম বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কমিটির সদস্যদের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের প্রতিনিধিদের সাথে কথা বলার কথা রয়েছে। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন ৩১ সদস্যের কমিটিকে লোকসভায় বিতর্কিত বিলটি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভা সচিবালয় জানিয়েছে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিনিধিরা বিল নিয়ে প্রস্তাবিত সংশোধনী নিয়ে কমিটিকে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে। ওয়াকফ সংশোধণী বিলে রাজ্য ওয়াকফ বোর্ডে মুসলিম মহিলা ও অমুসলিম প্রতিনিধিত্ব রাখা সহ বিলের অন্যতম প্রধান বিতর্কিত বিধান হল কোনও সম্পত্তি ওয়াকফ বা সরকারি জমি হিসাবে শ্রেণিবদ্ধ কিনা তা নির্ধারণে জেলা কালেক্টরকে মনোনীত করার প্রস্তাব। এর ফলে ওয়াকফ সম্পত্তি আর ওয়াকফ বোর্ডে নিয়ন্ত্রণে থাকবে না বলে আশঙ্কা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct