আপনজন ডেস্ক: টানা ১০ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় একপ্রকার নীরব সমর্থন দিয়ে এসেছেন যুক্তরাজ্য। সেইসঙ্গে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিও অব্যাহত রেখেছে দেশটি। এমন পরিস্থিতিতে সেখানে অস্ত্র বিক্রির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রতিবাদে পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র দফতরের কর্মকর্তা মার্ক স্মিথ। সন্ত্রাস দমনে কাজ করা এই কর্মকর্তা বলেছেন, যুক্তরাজ্য সরকার ‘যুদ্ধাপরাধে জড়িত থাকতে পারে’।
মার্ক স্মিথ ডাবলিনের ব্রিটিশ দূতাবাসে কর্মরত ছিলেন। তার পদত্যাগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। তবে সরকার আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়েছে এফসিডিও’র পক্ষ থেকে।
মার্ক স্মিথের পদত্যাগের ইমেইলটি সরকারি কর্মকর্তা, দূতাবাস কর্মী এবং পররাষ্ট্র দফতরের মন্ত্রীদের বিশেষ উপদেষ্টাসহ অনেকের কাছে পাঠানো হয়েছে।
পদত্যাগের ইমেইলে মার্ক স্মিথ উল্লেখ করেন, তিনি পূর্বে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সরকারের অস্ত্র রফতানি লাইসেন্সিং মূল্যায়নে কাজ করেছেন।
তিনি বলেন, ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর সিনিয়র সদস্যরা প্রকাশ্য গণহত্যার অভিপ্রায় প্রকাশ করেছে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক সম্পত্তি পোড়ানো, ধ্বংস এবং লুট করার ভিডিও তুলেছে।
তিনি আরো বলেছেন, সকল রাস্তা এবং বিশ্ববিদ্যালয়গুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মানবিক সহায়তা অবরুদ্ধ করা হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের নিয়মিতভাবে পালিয়ে যাওয়ার জন্য কোনো নিরাপদ জায়গা নেই। রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে, স্কুল-হাসপাতালগুলোতে নিয়মিত হামলা করা হচ্ছে। এগুলো যুদ্ধাপরাধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct