আপনজন ডেস্ক: লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে সবার চোখ ছিল কিলিয়ান এমবাপ্পের ওপর। এর আগে উয়েফা সুপার কাপের শিরোপা জিতে রিয়ালের হয়ে নিজের যাত্রা শুরু করলেও লা লিগায় অভিষেকটা নিশ্চিতভাবেই বিশেষ কিছু। কিন্তু সেই অভিষেকে ভালো খেলেও হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি এমবাপ্পে।
মায়োর্কার মাঠে রিয়াল ম্যাচ ড্র করেছে ১-১ গোলে। ম্যাচে একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও কখনো ফিনিশিং ব্যর্থতায়, আবার কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি এমবাপ্পের। শেষ পর্যন্ত ম্যাচটাও রিয়াল আর জিততে পারেনি। মায়োর্কার বিপক্ষে উয়েফা সুপার কাপের একাদশ নিয়েই দলকে নামান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। অর্থাৎ প্রথম থেকেই মাঠে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম ও এমবাপ্পে। চোখধাঁধানো এই আক্রমণভাগ নিয়ে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে রিয়াল। ম্যাচজুড়ে ৬৭ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। তবে বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে রিয়ালের সঙ্গে পাল্লা দেয় মায়োর্কা। রিয়াল ১৩ শটের ৫টি রাখে লক্ষ্যে, অন্যদিকে মায়োর্কার ১২টি শটের ৫টিই লক্ষ্যে ছিল। এদিন ম্যাচের ১৩মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। বক্সের ভেতর ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক ব্যাকহিলে বল পান রদ্রিগো। এরপর জায়গা বের করে নিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোল করেও দমে যায়নি রিয়াল। দারুণ কিছু আক্রমণে মায়োর্কার রক্ষণকে কাঁপিয়ে দেন ভিনিসিয়ুস-এমবাপ্পেরা। কিন্তু পরের গোলটি আসেনি কোনোভাবেই। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরিতে যায় রিয়াল। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে বড় ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়নরা। কর্নার থেকে বল পেয়ে জোরালো এক হেডে গোল করে মায়োর্কাকে সমতায় ফেরান ভেদাত মিউরিকি। শেষ পর্যন্ত চেষ্টা করেও এরপর আর লিড নিতে পারেনি রিয়াল। উল্টো তারা আরও ধাক্কা খায় ম্যাচের যোগ করা সময়ে ফেরলান্দ মেন্দি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলে। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমরা এগিয়ে গিয়েছিলাম এবং সুযোগও পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারিয়ে ফেলি। এই ম্যাচটা ভালো ছিল না। এই ম্যাচ পরিষ্কারভাবে দেখায়, রক্ষণে আমাদের আরও ভালো করতে হবে। আর মাঠেও আমাদের আরও ভালো ভারসাম্য পেতে হবে।’
দলের পারফরম্যান্সে হতাশ আনচেলত্তি অবশ্য এই ম্যাচ থেকে শিক্ষাও নিতে চান, ‘আমাদের আরও ভালো করতে হবে। এই ম্যাচে আমাদের শেখার মতো অনেক কিছু আছে। এটি এমন একটি ম্যাচ, যা পরিষ্কারভাবে দেখায় যে কোথায় আমাদের ভুল ছিল। রক্ষণের দিক থেকে মায়োর্কা আমাদের চেয়ে ভালো ছিল।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct