হাসান সেখ, বহরমপুর, আপনজন: আর জি কর কাণ্ডে প্রকৃত দোষীদের ফাঁসির দাবীতে তৃণমূল কংগ্রেস ,সিপিএম, বিজেপি ও কংগ্রেসের প্রতিবাদ মিছিল বহরমপুরে । গোটা বাংলাকে মিথ্যাচারের অপবাদ ও কলুষিত করার প্রতিবাদে মিছিল বহরমপুর তৃণমূল কংগ্রেস ও নাগরিক সমাজের উদ্যোগে । গ্রান্ট হল হইতে একটি প্রতিবাদ মিছিল মহিলাদের নেতৃত্বে শহর বহরমপুর পরিক্রমা করেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা অশোক দাস, শিক্ষক আবুল কাওসার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জি ,স্বরূপ সাহা তৃণমূল কংগ্রেসের সমর্থক ও কর্মী ,মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অপরদিকে সিপিএম ও এস ইউ সি আই এর নেতৃত্বে শহর বহরমপুর শহরে প্রতিবাদ মিছিল বের করেন । কংগ্রেস ও প্রতিবাদ মিছিল করে । মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক সম্মেলন করেন,আর জি কর কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠকে বললেন শুধু গ্রেফতার করলেই হবে না, এরা গোটা তদন্ত টা বিপথে চালিত করার চেষ্টা করছে। এই সিপি কামদুনি কাণ্ডে অপরাধীদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সব রকম চেষ্টা করেছিলেন। তিনি আরো বলেন কামদুনি কাণ্ড সামনে এলেও আমরা যে সাজার কথা ভেবেছিলাম সেই সাজা কি দোষীদের হয়েছে। অধীর বলেন তার কারণ একটা যে তদন্তে দায়িত্বে ছিলেন তিনি চাননি দোষীরা কঠোর সাজা পাক। অধীর রঞ্জন চৌধুরী তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী রবিবারের মধ্যে দোষীদের ধরার দাবি করলেও একজন মাত্র ধরা পড়ে, এরপর সিবিআই এর হাতে এই ঘটনার তদন্তভার দেয়ার এখন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে রবিবারের মধ্যে দোষীদের পাকড়াও করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এ বিষয়ে অধীর বলেন দিদি তার রাজত্বে এই রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরও তিনি দোষীদের শাস্তির দাবির জন্য রাস্তায় হাঁটছেন। দিদি তার পুলিশকে দায়িত্বভার দেয়ার পর দিদির দেয়া নির্ধারিত সময় চলে যাওয়া সত্ত্বেও। শবেদার নীলমণি একজন সিভিক কে পুলিশ পাকড়াও করে। কিন্তু এ বিষয়ে মৃত ডাক্তার পড়ুয়ার মা তিনি বলেন এই ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়। এরমধ্যে রাঘববোয়াল জড়িত আছে। অধীর এ বিষয়ে বলেন আদৌ কি রাঘব বোয়ালরা ধরা পড়বে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct