মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: আদিবাসী ছাত্রী খুনে সাড়ে পাঁচ ঘন্টা বর্ধমান শহর লাগুয়া গাংপুরে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেয় আদিবাসী সংগঠন । এতে জাতীয় সড়কের মতো ব্যস্ত রোডে দাঁড়িয়ে পড়ে হাজার হাজার গাড়ি। সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হয় । গত চার দিন আগে নিশংস ভাবে খুন হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রিয়ঙ্কা হাঁসদা । রাত্রির দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাঁপানতলা এলাকার প্রিয়াঙ্কা হাঁসদা । গলার নলি কেটে তাকে নৃশংসভাবে খুন করা হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক সম্মেলন করে অপরাধীদের ধরার ব্যাপার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত অপরাধী না ধরা পড়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছে আদিবাসী সমাজ । আদিবাসী সমাজের পক্ষ থেকে বর্ধমানের সদর থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে রবিবার জাতীয় সড়ক প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অবরোধ করে। তাদের দাবি শুধুমাত্র আদিবাসী বলে তাদের প্রতি অবজ্ঞা এবং অবহেলা করা হচ্ছে। প্রিয়ঙ্কা হাঁসদা নৃশংস হত্যা তারা কোনোভাবেই মেনে নিতে পারবে না বারবার আদিবাসীদের প্রতি এই বঞ্চনা তারা কোনোভাবেই সহ্য করবে না বলে আদিবাসী নেতৃত্বের তরফ থেকে জানানো হয়। এই হত্যার প্রতিবাদে এবং দোষীর ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে পূর্ব বর্ধমানের গাংপুরে জাতীয় সড়কে রবিবার বেলা ১১টা নাগাদ শুরু হয় ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। বেলা চারটে নাগাদ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct